Logo
Logo
×

আনন্দ নগর

ববির টিকে থাকার চেষ্টা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন সিনেমায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি মহরতের মধ্য দিয়ে ‘বউ’ নামের একটি সিনেমার ঘোষণা দেন নির্মাতা কে এ নিলয়। এতে ববির সঙ্গে জুটি বাঁধছেন ডিএ তায়েব, ক্যারিয়ারে যার কোনো অ্যাভারেজ সিনেমাও নেই। তার সঙ্গেই এবার জুটি বাঁধতে চলেছেন ববি। এদিকে সবশেষ ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ নামে একটি সিনেমা মুক্তি পায়। যা দর্শক টানতে ব্যর্থ হয়। এছাড়া ক্যারিয়ারের শুরুর পর থেকে ববিও খুব একটা ভালো অবস্থান তৈরি করতে পারেননি। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখন চলছে টিকে থাকার লড়াই। সে লড়াইয়ের রসদ হচ্ছে নতুন এ সিনেমা। তবে এর মাধ্যমে কতক্ষণ টিকে থাকবেন সেটাই এখন দেখার বিষয়। নতুন সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’ নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি কতটা আশাবাদী? এমন প্রশ্নে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গায়ই কাজ একটু কম হলেও হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সে রকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সব সময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম