হ্যালো...
শ্রোতাদের মনেই আমার আসল ঘর
রিয়েল তন্ময়
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগীতশিল্পী হিসাবেই পথচলা শুরু করেন ধ্রুব গুহ। ‘যে পাখি ঘর বোঝে না’ শিরোনামের দ্বিতীয় গান দিয়েই জনপ্রিয়তার কাতারে ঠাঁই করে নেন। সংগীতচর্চার পাশাপাশি নিজের তৈরি প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে নিয়মিত গান ও নাটক প্রযোজনা করছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* সর্বশেষ ‘দাগা’ গানের পর দীর্ঘ বিরতি। কারণ কী?
** বিশেষ কোনো কারণ নেই। কীভাবে যে সময় চলে যায় তা বুঝা মুশকিল। আমি গানের মানুষ, যতদিন বাঁচব গানের সঙ্গেই থাকব। আমি মনে করি, শ্রোতাদের মনের ঘরটাই হবে ব্যক্তি ধ্রুবর আসল ঘর।
* নতুন গানের খবর দেবেন কবে?
** শিগ্গির একটি নতুন গান আসবে। প্লাবন কোরেশীর কথা ও সুরে ‘ভুল কইরাছি জীবনে’ (শিরোনাম পরিবর্তন হতে পারে) শিরোনামে একটি গানের রেকর্ডিং শেষ করেছি। ফোক ঘরানার এ গানটির সংগীতায়োজন করেছেন তরিক। মিউজিক ভিডিও শুটিং হবে। এরপর গানটি প্রকাশ করব।
* ইন্ডাস্ট্রির ব্যবসায়িক মন্দার এ সময়ে গান নিয়ে ঠিক কতটা সম্ভাবনা দেখেন?
** গান ভালোবাসি, এই তাগিদে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) চালু করেছি। সেখান থেকে নিয়মিত গান প্রকাশ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে কীভাবে গান শ্রোতাদের কাছে সঠিকভাবে পৌঁছানো যায়। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে স্বচ্ছতা। এটা সত্যি, নিয়মিত গান প্রকাশ করতে আর্থিক একটা সাপোর্ট দরকার। গান থেকে যদি সেটা না আসে তাহলে একটু সমস্যা হয়। তবুও থেমে থাকা তো যাবে না। সে জায়গাটা তৈরি করতে হবে। আমি সেই চেষ্টায় এখনো নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছি। বাজার মন্দার বিষয়টি সব সময় থাকবে। তবুও আমাদের চেষ্টা করতে হবে। সম্ভাবনা আমাদেরই তৈরি করতে হবে।
* ডিএমএসের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
** ডিএমএস থেকে নিয়মিতই গান প্রকাশ হচ্ছে। আমরা নাটক প্রযোজনার কাজও করছি। তবে গানেই আমাদের ফোকাস বেশি। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো নেই। তা সবাই জানেন। তবুও আমাদের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ২০২৫ সাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করব। কোয়ালিটি বজায় রেখে কোয়ান্টিটি কীভাবে আরও বাড়ানো যায় এ লক্ষ্য নিয়ে কাজ করব আমরা। এছাড়া বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমাদের।
* ‘ব্যাচেলর পয়েন্ট’ নামে একটি জনপ্রিয় নাটকের একাধিক সিজন আপনার প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে। নতুন সিজন কবে নাগাদ শুরু করবেন?
** এ ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না। এটি পরিচালক কাজল আরেফিন অমি ভালো বলতে পারবেন। আমরা এ নাটকের তিনটি (দুই, তিন, চার) সিজনের সঙ্গে জড়িত ছিলাম। এবার আমরা থাকব কি না, এ বিষয়ে এখনো আমাদের আলোচনা হয়নি। দেখা যাক কী হয়।