Logo
Logo
×

আনন্দ নগর

আজ দীঘির অগ্নিপরীক্ষা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ দীঘির অগ্নিপরীক্ষা

ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসাবে সিনেমায় অভিনয় শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসাবেই তিনবার ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা মাধ্যমে নায়িকা দীঘির অভিষেক হয়। তবে সিনেমাটি মুখ থুবড়ে পড়ে।

এরপর তার অভিনীত আরও একাধিক সিনেমা মুক্তি পায়। কিন্তু সবই ছিল ফ্লপ। তবে আবারও অগ্নিপরীক্ষায় নামছেন এ নায়িকা। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘৩৬ ২৪ ৩৬’ নামে একটি সিনেমা। এটি ওয়েব সিনেমা হিসাবেই নির্মিত হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা এটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছেন।

প্রশ্ন উঠেছে, দীঘি কী পারবেন এ সিনেমার মাধ্যমে নিজেকে উতরে নিতে। কিন্তু তাতেও সন্দিহান সিনেবিশেষজ্ঞরা। তাদের মতে, যে সিনেমার নির্মাণ প্রক্রিয়াতেই গলদ এবং দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ওয়েব কনটেন্টকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার যে প্রচেষ্টা, তাতে করে দীঘি কতটা লাভবান হবেন সেটা প্রশ্নসাপেক্ষ।

এদিকে সিনেমায় সাফল্য না পেয়ে এ অভিনেত্রী নিজেকে যুক্ত করেছেন ওয়েবের কাজে। সম্প্রতি নতুন একটি কাজের খবর দিলেন এ অভিনেত্রী। জানিয়েছেন, মাহমুদুর রহমান হিমি নির্মিত ওয়েব সিনেমা ‘হাইড অ্যান্ড সিক’-এ অভিনয় করছেন। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘এখন সিনেমায় কাজ একটু কম হচ্ছে। গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। তাই ওটিটির কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাইছি। এখানেও ভালো কিছু করা সম্ভব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম