Logo
Logo
×

আনন্দ নগর

ঝালকাঠিতে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝালকাঠিতে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার

প্রতীকী ছবি

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রীতিধন্য ঝালকাঠির ধানসিঁড়ি নদী এবং সুগন্ধা, বিষখালী, বাসন্ডা, গাবখান-এই পাঁচ নদীর মোহনায় ২০২২ সালে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব ধারণ করা হয়েছিল।

অনুষ্ঠানটি আজ পুনঃপ্রচার হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। এ পর্বে একটি দ্বৈত সংগীত গেয়েছেন রবি চৌধুরী ও শফি মন্ডল। ঝালকাঠির নদী ও গৌরবগাথা নিয়ে একটি গানে নৃত্য পরিবেশন করেছে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। রয়েছে ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থান, নদী-খাল-চ্যানেল, বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য এবং কীর্তিমান ব্যক্তিদের ওপর কয়েকটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

নানা সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসাবে এবারও যথারীতি রয়েছে চিঠিপত্র বিভাগ। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম