খলচরিত্রে অপুর আধিপত্য
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
নাটক থেকেই সিনেমায় যুক্ত হন অভিনেতা রাশেদ মামুন অপু। নাটকে ভিন্ন চরিত্রে তাকে দর্শক দেখলেও, সিনেমায় খলচরিত্রেই তাকে বেশি চেনেন। সিনেমা ও ওটিটি নিয়েই এখন তার বেশি ব্যস্ততা।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জংলী’, ‘জলরঙ’, ‘আতর বিবি লেন’, ‘দ্য রাইটার’, ‘চাদর’, ‘দ্য গেইম’, ‘নর সুন্দরী’সহ ১১টি সিনেমা।এর মধ্যে বেশির ভাগ সিনেমায় তাকে দেখা যাবে খলচরিত্রে।
এ চরিত্রে কেন এত আগ্রহ এ বিষয়ে অভিনেতা বলেন, ‘সিনেমায় নিয়মিত হওয়ার পর পরিচালকরা আমাকে খলচরিত্রেই বেশি ডাকেন। খলচরিত্রগুলো উপভোগ করি। এখানে অভিনয়ের বৈচিত্র্য বেশি।’
তিনি আরও বলেন, ‘সিনেমা-ওয়েব সবই আমাকে টানে। তবে সিনেমার খল অভিনেতা হিসাবে দর্শক আমাকে বেশি চেনে। যদিও খল চরিত্রে মাত্র তিন বছরের জার্নি চলছে। দর্শকদের ভালোবাসা মুগ্ধ করে।’ এছাড়া সম্প্রতি যুক্ত হয়েছেন রায়হান রাফির ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে।