![অস্বীকার করেননি তমা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/01/Toma-pic-67248ea97c289.jpg)
ছবি: সংগৃহীত
দেড় বছর আগে সিনেমায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমা সুড়ঙ্গতে তার হাত ধরেন চিত্রনায়িকা তমা মির্জা। জুটি হিসাবে প্রথমবারের মতো উতরেও যান। কিন্তু সে সিনেমা মুক্তির লম্বা সময় পেরিয়ে গেলেও নতুন সিনেমার খবর দিতে পারেননি নিশো ও তমা জুটি।
এদিকে নিশোর নতুন সিনেমা নিয়ে বেশ গুঞ্জন ছড়াচ্ছে, যার কোনো স্পষ্টতা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে তমা মির্জাও কাজের খবর দেবেন, সে অপেক্ষায় রেখেছেন ভক্তদের। মাঝে বেশ কয়েকবার গুঞ্জন ওঠে নিশোর দ্বিতীয় সিনেমার নায়িকা হচ্ছেন তমা। কিন্তু সেগুলো গুঞ্জনেই শেষ।
সম্প্রতি আবারও শোনা গেছে, ‘দাগী’ নামে একটি সিনেমা দিয়ে ফের পর্দায় আসছেন নিশো। এটি নির্মাণ করবেন শিহাব শাহীন। নিশোকে সঙ্গ দিতে তার দ্বিতীয় সিনেমায়ও থাকছেন তমা। প্রথম সিনেমার ব্যবসায়িক সফলতার পাশাপাশি জুটি হিসাবেও প্রশংসিত হয়েছিলেন তারা। সেজন্যই এ জুটি নিয়েই ফের চিন্তা করছেন প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কিন্তু তমা কি সত্যিই নিশোর নায়িকা হচ্ছেন? ‘দাগী’ সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করতে যোগাযোগ করা হলে অস্বীকার করেননি তমা মির্জা।
তবে এ মুহূর্তে সিনেমাটি নিয়ে মন্তব্য করতে রাজি নন তিনি। তমা বলেন, ‘এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাইছি না। কারণ এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। সব ঠিকঠাক হলে তারপর প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সবাইকে জানানো হবে।’ জানা গেছে, ‘দাগী’ সিনেমার সবকিছু চূড়ান্ত। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা।
শিগ্গির আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। প্রসঙ্গত এর আগে রায়হান রাফীর ‘অসিয়ত’ সিনেমায় নিশো-তমার অভিনয়ের গুঞ্জন উঠেছিল। তবে এ সিনেমার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।