Logo
Logo
×

আনন্দ নগর

ইউনিসেফের হয়ে বিশেষ বার্তা দিলেন মিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউনিসেফের হয়ে বিশেষ বার্তা দিলেন মিম

গত কয়েক বছর ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সংস্থাটির হয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেন এ অভিনেত্রী।

এবার তিনি শিশুদের সুস্বাস্থ্য কামনায় বার্তা দিয়েছেন। এটি ফেসবুকে ‘ইউনিসেফ বাংলাদেশ’ পেইজে প্রকাশ হয়েছে।

মিম বলেন, শারীরিক সুস্থতা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। ছোটবেলায় আমার বাবা মা যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন, সেটা হলো আমার সুস্থ থাকা। আর সেটা সম্ভব হয়েছে সময়মতো সবগুলো টিকা নেওয়ার কারণে। টিকা প্রত্যেকেরই স্বাস্থ্য সুরক্ষার ঢাল হিসাবে কাজ করে। টিকা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করে। তবে এটাও সত্যি, এখনো প্রায় ১৬ শতাংশ শিশু সময়মতো টিকা পায় না।

বিশেষ করে দেশের চর, হাওর ও পাহাড়ি দুর্গম এলাকা মানুষ’সহ বস্তি এবং ভাসমান এলাকার শিশুদের টিকা নেওয়ার হার কম। দেশের প্রতিটি অঞ্চলের শিশুর কাছে যেন সময়মতো সব টিকা পৌঁছায় এ জন্য কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। যাতে পরবর্তী প্রজন্ম সুস্থ থাকতে পারে। কারণ সব শিশুর সুস্বাস্থ্যই প্রত্যাশা।’

১৬ শতাংশ শিশু যেন সময়মতো টিকা পায় এজন্য ‘ইউনিসেফের ফান্ড রাইজিংয়ের জন্যও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মিম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম