Logo
Logo
×

আনন্দ নগর

‘চক্র’-তে আবদ্ধ ফারিণ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ অভিনেত্রী এবার পর্দায় বলবেন সত্য ঘটনা। এক মর্মান্তিক ঘটনা ফুটিয়ে তুলবেন অভিনয়ের মাধ্যমে। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। যে ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই ‘আদম পরিবারের’ সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ। নাম ‘চক্র’। এতেই অভিনয় করেছেন ফারিণ। এ রহস্যজনক ঘটনা নিয়ে নির্মাতা ভিকি জাহেদ সিরিজ নির্মাণের ঘোষণা করেন কয়েক বছর আগে। প্রস্তুতি নিয়ে শুটিংয়েও নেমেছিলেন। বারবার বাধার মুখে পড়েও শুটিং শেষ করেছিলেন তিনি। নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা দিলেও ছাড়পত্র মেলেনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ‘চক্র’। আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এ সম্পর্কে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটি দারুণ একটি কাজ। এমন গল্পে কাজ করে তৃপ্তি পেয়েছি। আমরা সবাই অনেক যত্ন নিয়েই কাজটি করেছি। সত্য ঘটনা অবলম্বনে যে কোনো কাজই করতে গেলে অনেক কিছু জানতে পারি। আমার বিশ্বাস, দর্শকও অনেক কিছু জানতে পারবেন। আমি আশাবাদী কাজটি নিয়ে। দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন।’ প্রসঙ্গত, তাসনিয়া ফারিণ অভিনীত ‘একটি খোলা জানালা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা সম্প্রতি মুক্তি পায়। এছাড়া তিনি এখন নতুন একটি অনলাইন কন্টেন্টের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই তিনি কলকাতার ‘প্রতিক্ষা’ নামের একটি সিনেমা ছেড়ে দিয়েছেন। সেখানে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে কাজ করার কথা ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম