অভিনয়ে দেড় যুগ অপূর্বর
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অপূর্ব
দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের গণ্ডি পেরিয়ে দেখা দিয়েছেন সিনেমায়ও। তবে নাটকেই তিনি সেরা। শীর্ষস্থান দখলে রেখে কাজ করছেন টানা দেড় যুগ। ২০০৬ সালে গাজী রাকায়েতের পরিচালনায় ধারাবাহিক ‘বিয়ের গল্প’ নাটকের মাধ্যমে যাত্রা শুরু। সেই থেকে শীর্ষ অভিনেতা হিসাবে অপূর্ব দেড় যুগ ধরে রাজত্বই করেছেন। ওটিটি প্লাটফরমেও তার চাহিদা তুঙ্গে। সময়ের সঙ্গে বদলে নিয়েছেন নিজেকে। পথচলার দেড় যুগ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন। আমার বাবা-মায়ের কারণে এ পৃথিবীর আলোর মুখ দেখতে পেরেছি। যাদের জন্য আমার আজকের এ অবস্থান। কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের প্রতি, যারা বিভিন্ন সময়ে আমাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন। আমার সহকর্মী প্রত্যেকের কাছে আমি ঋণী, বিশেষত আমার সিনিয়র কয়েকজন শিল্পীর প্রতি। তাদের কাছ থেকে চলার পথে অনেক কিছু শিখতে পেরেছি। সর্বোপরি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের কাছে। আসলে দেড় যুগের এ পথচলায় অনেকের প্রতিই হয়তো কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। সবার কাছে দোয়া চাই।’ ২০০৪ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অপূর্ব বেস্ট হেয়ার হয়েছিলেন। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম নেসক্যাফের বিজ্ঞাপনে মডেল হন। তার অভিনীত প্রচারিত প্রথম খণ্ড নাটক চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কথা ছিলো অন্যরকম’। তার অভিনীত প্রথম সিনেমা ‘গ্যাংস্টার রিটার্নস’।