
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম
চলচ্চিত্রের আইটেম গানে আয়েশা মৌসুমী

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
প্রায় চলচ্চিত্রেই আইটেম গান এখন অপরিহার্য হয়ে উঠেছে। হঠাৎ করেই ছবির মাঝে বিশাল আয়োজনে আবেদনময়ী একটা গান থাকা চাইই। শুটিং চলতি ‘বয়ফ্রেন্ড’ ছবিতেও রাখা হয়েছে এমন একটি আইটেম গান। এ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিলেন হালের রক ধারার ফোক গানের শিল্পী আয়েশা মৌসুমী। গানটির শিরোনাম ‘যাবো রে পুড়ে। লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও মিউজিক করেছেন শাহরিয়ার রাফাত। ছবিতে গানটির সঙ্গে নাচবেন আইটেম গার্ল তন্বী। নতুন প্লে ব্যাক প্রসঙ্গে আয়েশা মৌসুমী বলেন, ‘গানটি ফোক ও রক ধাঁচের। দর্শক এখন যে ধরনের আইটেম গান চান এটা সে রকমই। গানটি দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ বয়ফ্রেন্ড ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তাসকীন রহমান ও নবাগত সৌমী। একজন ক্রিকেটারের প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন উত্তম আকাশ। এদিকে আয়েশা মৌসুমী ঈদে প্রকাশের জন্য আরও কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন।