Logo
Logo
×

আনন্দ নগর

বঙ্গবন্ধু টানেল নিয়ে বায়জীদের গান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু টানেল নিয়ে বায়জীদের গান

বায়েজীদ খুরশিদ

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে গীতিকার বায়জীদ খুরশীদ রিয়াজের লেখা নতুন একটি গান। শিরোনাম ‘ওরে সাম্পানওয়ালা, পাতালপুরীর গল্প শুনেছ ছোট্টবেলা’।

গানটির সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। কণ্ঠ দিয়েছেন আতিক হাসান। এ গান প্রসঙ্গে গীতিকার বায়জীদ বলেন, ‘দেশের প্রথম পাতাল সড়ক তাই জনমনে চমক এবং উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। জনগণের এ পুলকিত চিত্তকে সুরেলা কথামালায় ধারণ করার চেষ্টা করেছি। দৃশ্যায়ন করেছে অ্যারেনা ৩৬০, চমৎকার কাজ করেছে তারা।’ বাংলাদেশ বেতারের আমন্ত্রণক্রমে গানটি কণ্ঠে ধারণ করা হয়।

গানটি প্রথমে গীতিকারের স্বনামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এরপর থেকে বাংলাদেশ টেলিভিশন ও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রচার হচ্ছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম