Logo
Logo
×

আনন্দ নগর

আজ ইত্যাদির পুনঃপ্রচার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ ইত্যাদির পুনঃপ্রচার

চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থলের পাশে অবস্থিত স্টেশন মোলহেডে ২০১৪ সালের নভেম্বরে ধারণ করা হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব। এ পর্বটি আজ পুনঃপ্রচার হবে।

ইত্যাদির এ পর্বে রয়েছে ময়মনসিংহের একটি যৌথ পরিবারের ওপর অনুকরণীয় প্রতিবেদন, প্রয়াত চাঁদপুরের কন্যা ‘বেগম’ পত্রিকার সম্পাদিকা নূরজাহান বেগমের একান্ত সাক্ষাৎকার ও বগুড়া জেলার জামুরহাট বেলকুচা গ্রামের আব্দুর রহিমের ওপর একটি বিনোদনমূলক প্রতিবেদন।

এ পর্বের একমাত্র গানটি গেয়েছেন চাঁদপুরের চার শিল্পী সাদী মোহাম্মদ, রূপালী চম্পক, এসডি রুবেল ও দিনাত জাহান মুন্নি। নৃত্যে রয়েছেন চাঁদপুরের সন্তান নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের পরিচালনায় ও অংশগ্রহণে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় একটি লোকনৃত্য।

এছাড়া অনুষ্ঠানে মামা-ভাগ্নে, দর্শক পর্ব, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে একাধিক বিদ্রুপাত্মক নাট্যাংশ। বরাবরের মতো এ পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম