Logo
Logo
×

আনন্দ নগর

ভালো গল্পে কাজ করাই মুখ্য: তারিক আনাম খান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভালো গল্পে কাজ করাই মুখ্য: তারিক আনাম খান

ক্যারিয়ারে প্রাপ্তির খাতা অনেক বড়। তবু যেন কোথাও অতৃপ্তি। আর সেটা ভালো কাজের জন্য। ‘যত কিছুই করি, ভালো গল্পের কাজ করাটাই আমার কাছে মুখ্য। এর যেন তৃপ্তি মেটে না’-এমনটাই বলেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। গেল ঈদে তার অভিনীত ‘ভালোবাসি তোমায়’ ও ‘আই ওয়াশ’ নামে দুটি নাটক বেশ প্রসংসিত হয়েছে। সম্প্রতি এ অভিনেতা ৪৫’তম মস্কো ফিল্ম ফ্যাস্টিভ্যালে অংশ নিয়েছেন। উৎসবে তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। শিগ্গির এটি দেশে মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘মোনা’ নামে আরও দুটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। ‘দেশা দ্য লিডার’ ও ‘আবার বসন্তে’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এ অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘সুরুজ মিয়া’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘জয়যাত্রা’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘আহা’, ‘জাগো’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘জোনাকীর আলো’, ‘সাপলুডু’, ‘মেকাপ’, ‘মৃধা বনাম মৃধা’ ইত্যাদি। আজ এ প্রখ্যাত অভিনেতার জন্মদিন। তবে দিনটি নিয়ে তার মধ্যে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই। বছরের অন্যান্য দিনের মতোই সাধারণভাবেই দিনটি পার করেন।

তারিক আনাম খান বলেন, ‘আমি সব সময় মনে করি, যদি তেমন বিশেষ কিছু করে থাকি তবে আমার জন্মদিন অন্য কেউ উদযাপন করবে। আর যদি না করে থাকি, তবে করবে না। আজকের দিনটিও যথারীতি আমার অন্যান্য দিনের মতোই কাটবে। বাসা থেকে বের হব, টুকটাক কিছু কাজ আছে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম