এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আয়েশা মৌসুমী নতুন একটি গান কণ্ঠে তুলেছেন। এর শিরোনাম ‘চার অক্ষরে ভালোবাসি’। এটি লিখেছেন মেহেদি হাসান লিমন ও সুর করেছেন নিরু। গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এ গান প্রসঙ্গে আয়েশা মৌসুমী বলেন, ‘এর কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ গানের মাধ্যমে আমি আমার মনের কথা বলতে পেরেছি। অর্থাৎ সময়টা এখন আর আগের মতো নেই ভালোবাসার ক্ষেত্রে। ভালোবাসার কথা যে শুধু ছেলেরাই প্রকাশ করবে এমনটি নয়। মেয়েদেরও প্রকাশ করে ফেলতে হবে কাউকে ভালোলাগার কথা, ভালোবাসার কথা। মূল কথা আমার নতুন এ গানে তরুণ প্রজন্মের শ্রোতা দর্শকের জন্য মেসেজ আছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ আয়েশা মৌসুমী’র কণ্ঠে প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ছিল ‘মেকাপ সুন্দরী’। বর্তমানে এ সংগীতশিল্পী স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন।