Logo
Logo
×

প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা

গণমানুষের সংবাদপত্র যুগান্তর

Icon

ডা. শফিকুর রহমান

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গণমানুষের সংবাদপত্র যুগান্তর

আওয়ামী ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমই শেখ হাসিনার বন্দনায় সবসময় মগ্ন থাকত। সেই কঠিন সময়ে যে কয়েকটি গণমাধ্যম শির উঁচু করে স্বাধীন সাংবাদিকতার চেষ্টা করেছে, দৈনিক যুগান্তর ছিল তার অগ্রভাগে। সংবাদমাধ্যমটি প্রতিনিয়ত সাদাকে সাদা আর কালোকে কালো বলার চেষ্টা চালিয়ে গেছে। অবশ্য ব্যতিক্রম কিছুটা থাকতেই পারে। বস্তুত, জন্মলগ্ন থেকেই যুগান্তর ছিল এদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সীমাহীন চাপ ও ঝুঁকির মধ্যেও যুগান্তরের সেই ভূমিকায় বড় ধরনের ব্যত্যয় আমরা দেখিনি। সবশেষ জুলাই বিপ্লবেও এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল যুগান্তর। এজন্য যুগান্তরের সংবাদকর্মীরা এদেশের গণমানুষের ভালোবাসায় সিক্ত। যুগান্তরের স্থিতিশীল প্রচারসংখ্যাই তার বড় প্রমাণ। স্বৈরাচারী শাসনে এদেশের বেশির ভাগ গণমাধ্যম বহুলাংশে সরকারি প্রচারযন্ত্রে পরিণত হলেও যুগান্তর সেই নিন্দিত পথে পা বাড়ায়নি, বরং বিপদ জেনেও বেছে নিয়েছে কণ্টকাকীর্ণ পথ। একজন পাঠক হিসাবে আমার কাছে যুগান্তরের বেশ কয়েকটি বিষয় বেশ ভালো লাগে। এর একটি হলো পত্রিকাটি কোনো নিউজকে বিকৃত করে প্রকাশ করে না। আবার মতাদর্শিক দৃষ্টিকোণ থেকেও সংবাদমূল্য বিচার করে না। ফলে এদেশের মানুষের আস্থা ধরে রাখতে পেরেছে তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগান্তরের প্রতি বিশেষ একটি কারণে বিশেষভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের মূলধারার বেশির ভাগ গণমাধ্যমই এদেশের ইসলামি রাজনীতি ও মুসলিম সংস্কৃতিকে অবদমন করে রেখেছে যুগের পর যুগ। বিশেষ করে ইসলামপন্থি রাজনীতিকদের বিরুদ্ধে শুধু অপপ্রচারই চালিয়ে গেছে বেশির ভাগ গণমাধ্যম। তারা কখনো ইসলামপন্থিদের জায়গা দেয়নি। জন্মলগ্ন থেকেই এক্ষেত্রে যুগান্তর ছিল ব্যতিক্রম। জামায়াতে ইসলামীর খবরও তারা প্রচার করত। এজন্য আমরা এ পত্রিকাটিকে ভিন্নচোখে দেখি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের অবাধ ও দায়িত্বশীল স্বাধীনতার পক্ষে শ্রদ্ধাশীল। আমাদের প্রতি বৈরিতা প্রদর্শনকারী গণমাধ্যমেরও কণ্ঠরোধের ঘোরবিরোধী আমরা। তবে গণমাধ্যমে যেন সব মতাদর্শের প্রতিফলন ঘটে, সেটা আমরা প্রত্যাশা করি ন্যায়সংগতভাবেই। রজতজয়ন্তীর গৌরবময় সময় অতিক্রম করে ২৬ বছরে যুগান্তরের পদার্পণকে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই। যুগান্তরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংবাদকর্মীদের প্রতি আমাদের শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা এবং যুগান্তরের নির্ভীক পথচলা অব্যাহত থাকুক যুগ থেকে যুগান্তরে, আপামর জনতার হৃদয়জুড়ে, এই দোয়া মহান রাব্বুল আলামিনের কাছে।

লেখক : আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম