সমুদ্রস্নানে যাকে নিয়ে ভিজলেন বরখা বিস্ত

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম
-67b063e4687d9.jpg)
ছবি: সংগৃহীত
ভালোবাসা দিবসে একা নন। ভালোবাসার সঙ্গেই রয়েছেন অভিনেত্রী বরখা বিস্ত। টালিউড অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে দীর্ঘ দাম্পত্যজীবনের পর বিচ্ছেদ। বছর দুয়েক ধরে আলাদাভাবে থাকছেন এ দম্পতি। একটি সূত্র জানায়, টালিপাড়ার এক মিষ্টি নায়িকার প্রেমে পড়েই নাকি দীর্ঘদিনের সংসারের মায়া ত্যাগ করেছেন অভিনেতা।
এদিকে গত বছরের শেষের দিকে গুঞ্জন— নতুন প্রেম এসেছে বরখার জীবনেও। এবার ভালোবাসা দিবসে প্রেমের টানে সমুদ্রসৈকত থেকে ভালোবাসার কথা জানালেন বরখা বিস্ত।
ভালোবাসা দিবসে সমুদ্রসৈকতে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। সামনে নীলপানি, নোনাপানিতে সিক্ত শরীর বরখার। সৈকতে বিকিনি পরিহিত বরখা খোলা চুলে রৌদ্রস্নান করছেন। পাশে বসে আছেন প্রিয়জন। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— আমার ভালোবাসা এক ফ্রেমে।
আসলে অভিনেত্রী বরখার সঙ্গে সমুদ্রসৈকতে ছিল তার ১২ বছরের মেয়ে মীরা। যদিও ইন্দ্রনীলের সঙ্গে বিয়ে ভাঙার পর ব্যবসায়ী আশিস শর্মার সঙ্গে নাম জড়িয়েছে বরখার। গত বছর জন্মদিনে পাটায় তাকে দেখা গিয়েছিল আশিসের সঙ্গে। সম্প্রতি ‘খাদান’ সিনেমায় ১৪ বছর পর দেবের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে।