Logo
Logo
×

বিনোদন

মেয়েকে নিয়ে স্বস্তিকার লড়াই, যা বললেন সায়ন্তন ঘোষাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪ এএম

মেয়েকে নিয়ে স্বস্তিকার লড়াই, যা বললেন সায়ন্তন ঘোষাল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরিচালক সায়ন্তন ঘোষালের জুটি মানেই মানবিক আবেদনের মোড়কে রহস্য ও রোমাঞ্চকর একটি সিনেমার গল্প। হ্যাঁ, আসছে এ জুটির আরেকটি নতুন সিনেমা। এবার দেখা যাবে নতুন কোনো লড়াইয়ের গল্প তুলে ধরবেন এ জুটি।

এর আগে হইচই ওয়েব প্ল্যাটফর্মের জন্য স্বস্তিকাকে নিয়ে সিরিজ ‘বিজয়া’ বানিয়েছিলেন পরিচালক সায়ন্তন ঘোষাল। যাদবপুরের ছাত্র-নির্যাতনকাণ্ড যার মূল বিষয় ছিল। সিরিজ দেখে নতুন করে আতঙ্কে ভুগেছিলেন এই প্রজন্মের মায়েরা। স্বস্তিকা নিজেও মা। তাই তার অভিনয় আলাদা মাত্রা পেয়েছিল।

এবারও কি তেমন কোনো ঘটনা জায়গা করে নেবে নতুন সিনেমায়? তা হলে ছবির রহস্য ও আকর্ষণ— সব কমে যাবে না তো? এই যুক্তিতে পরিচালক সায়ন্তন ঘোষাল এখনই কিছু বলতে নারাজ। কারণ আরও কিছু শুটিং বাকি আছে। পুরো কলকাতায় ছড়িয়ে-ছিটিয়ে শুটিং করছেন তিনি। 

কলকাতা নাকি যতটা আন্তরিক, ততটাই ভয়ঙ্কর। অলিগলির আলো-আঁধারিতে লুকিয়ে অনেক বোবা কান্না, আর্তচিৎকার এবং সব খোয়ানোর হাহাকার শহর কলকাতা। এর খবর কজন রাখে? যেমন— পূর্বা। তার অতীত কজন জানত? 

অনেক লড়াই, অনেক বিনিদ্র রজনী কাটিয়ে তবে মেয়েকে নিয়ে সবে সুখের মুখ দেখছিল পূর্বা। শহরের বুঝি সহ্য হলো না! তার আর মেয়ের মাথা গোঁজার আশ্রয়ের দিকে কুনজর কলকাতার। দুর্বৃত্তদের ‘টার্গেট’ তারা। ঠিক এ সময়েই সামনে এসে দাঁড়িয়েছে তার অতীত, যা প্রাণপণে এতদিন আড়াল করতে চেয়েছেন তিনি। 

কারণ বড়পর্দায় পূর্বা আর তার মেয়ের লড়াই তুলে ধরতে চলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সিনেমার নাম ‘অশনি’। এ সিনেমার মাধ্যমে আরেকবার পরিচালকের সঙ্গী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আর এ সিনেমায় থাকছেন দিতিপ্রিয়া রায়। সম্ভবত তিনিই স্বস্তিকার মেয়ে। রহস্যের জট ছাড়াতে, না কি রহস্যকে আরও জটিল করতে জোট বাঁধছেন একঝাঁক তারকা, তেমনি একটি কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে 'অশনি'। 

রানা মজুমদারের সংগীত পরিচালনায় 'অশনি' সিনেমায় আরও আছেন শিলাজিৎ মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য প্রমুখ। এ সিনেমা দিয়ে প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন প্রবাসী বাঙালি সব্যসাচী উপাধ্যায়। সব ঠিক থাকলে বছরের মাঝামাঝি সময় সিনেমাটি মুক্তি পেতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম