‘ফেসবুকে গরম কথা লিখলেই সমাজ পরিবর্তন হবে না’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যমে গরম গরম কিছু লিখলেই যে সমাজের আমূল পরিবর্তন হয়ে যাবে এমনটি আশা করা ঠিক নয়।
এমন মন্তব্য করেছেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
সম্প্রতি ভারতের কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। সেই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
সেই ঘটনায় অনেক তারকা অভিনেতা মাঠে নেমে প্রতিবাদ করেছেন। অনির্বাণ ভট্টাচার্যের মতো অনেকে সেই সময় মুখে কুলুপ এঁটে ছিলেন।
সেই ঘটনায় প্রতিবাদ না করা প্রসঙ্গে সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, প্রতিবাদ করলেই সমাজ বদলে যাবে এমনটা নয়।
তিনি বলেছেন, অনেকটা গভীরভাবে ভেবে দেখলাম যে নতুন স্ট্র্যাটেজি ভাবতে হবে। এই বদলে যাওয়া সমাজে যদি কেউ সত্যি চান যে অন্যায় অপরাধ কমবে, তাহলে আসলেই সেসব নিয়ে ভাবা উচিত। শুধু প্রতিবাদ করে সমাজ বদলানো যাবে না।
অনির্বাণ আরও বলেছেন, রাজনীতিতে একটা শক্তিশালী বিরোধী পক্ষ নেই বলেই তারকাদের দিকে তীর ঘুরে গিয়েছে এবং তারা পথে নেমেছেন; কিন্তু যাদের বিরুদ্ধে প্রতিবাদ তারা নিজেদের কাজ করে যাচ্ছেন।
অনির্বাণ আরও বলেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গরম গরম বাণী দিলে লাভের লাভ কিছুই হবে না। এতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ লাভবান হবেন, সমাজের পরিবর্তন হবে না।