Logo
Logo
×

টালিউড

বিনোদিনীর মতো রুক্মিণীও কি দর্শক হারানোর ভয় পান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

বিনোদিনীর মতো রুক্মিণীও কি দর্শক হারানোর ভয় পান

২০২২ সালে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির নাম ঘোষণা করেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তার পর থেকে ছবিটি ঘিরে দর্শকদের কৌতূহল ক্রমশ বেড়েছে। শুটিং শুরু হয় গত বছর। গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রচার ঝলক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আনন্দবাজার অনলাইনকে এক সাক্ষাৎকারে এই ছবির প্রচার ঘিরেই তার মনের কথা বললেন অভিনেত্রী।

তিনি বলেন, সকাল থেকে একের পর এক প্রশংসাবার্তায় তার মোবাইল ফোন ভরে উঠেছে। তাই কিছুটা হলেও উদ্বেগ কাটিয়ে উঠেছেন তিনি। দুবছরের প্রতীক্ষার অবসান অবশেষে কালীপূজার দিন প্রকাশ্যে এলো ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবির প্রচার ঝলক। 

শুরু থেকেই এই চরিত্র নিয়ে মনের মধ্যে তার ভয় কাজ করেছিল। ছবির ঝলক প্রকাশ্যে আসার পর সেই ভয় কি একটু কেটেছে?—এমন প্রশ্নের উত্তরে রুক্মিণী মৈত্র বলেন, মানুষের সঙ্গে দেখা হলেই তারা জানতে চাইতেন— ‘বিনোদিনী’ কবে আসছে? সবাই অপেক্ষা করেছিলাম। তিনি বলেন, ঈশ্বরের আশীর্বাদে এখন পর্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়াই পাচ্ছি। বাংলায়ও যে এত ভালো কাজ হতে পারে, সে কথাও উল্লেখ করেন অনেকেই।

চলতি বছরে ‘বুমেরাং’ ও ‘টেক্কা’ ছবিতে রুক্মিণীর অভিনয় প্রশংসিত হয়েছে। সে প্রসঙ্গ টেনেই অভিনেত্রী জানালেন বিনোদিনী তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র হয়ে থাকবে। চরিত্রের জন্য রুক্মিণীকে আলাদা করে প্রস্তুতি নিয়ে হয়েছিল। এ ছবির জন্য কর্মশালায় যোগ দিয়েছেন তিনি। অভিনেত্রীর ক্যারিয়ারে এই প্রথম কোনো জীবনীচিত্রে অভিনয়। রুক্মিণী বলেন, আমি কোনো খুঁত রাখতে চাইনি। হাঁটাচলা আর কথা বলার ধরনে ওই সময়ের একটা ভঙ্গি আনার চেষ্টা করেছি মাত্র। নটী বিনোদিনীর অভিনয়, বিভিন্ন বয়স এবং প্রতিটা ক্ষেত্রে মনোযোগ দিয়েছি।

ছবির ঝলকে বিনোদিনী বলছেন, তিনি ভিড় দেখে ভয় পান না। কিন্তু আগামীকালের কথা ভেবে তার ভয় হয়। কারণ আর যদি ভিড় না হয়! রুক্মিণীর মনের মধ্যেও কি কখনো এই ভয় দানা বাঁধে? এর উত্তরে অভিনেত্রী বলেন, সময়কাল হয়তো বদলেছে। কিন্তু অভিনেতার মনের ভয়টা একই রয়ে গেছে। কারণ দর্শকই শেষ কথা। 

রুক্মিণীর বিশ্বাস— প্রতি শুক্রবার একজন অভিনেতার ভাগ্যবদলে যায়। খারাপ-ভালোর মিশ্রণেই একজন অভিনেতাকে আগামীর সফরের পরিকল্পনা করতে হয় এবং সেখানে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুক্মিণী বলেন, তারা যদি পারফরম্যান্স না দেখতে আসেন, তা হলে তো সব শেষ। ভিড়টা যেন চিরকালই থাকে।

উল্লেখ্য, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিতে রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বোস, ওম সাহনি প্রমুখ। ছবিটি আগামী জানুয়ারি মাসে মুক্তির অপেক্ষায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম