টালিউড অভিনেতা বনির জন্মদিন ছিল শনিবার। আর সেই জন্মদিনে তার হবু স্ত্রী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের কোনো আয়োজন থাকবে না, তা কী করে হয়। তাই শুক্রবার ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই উদযাপন শুরু হয় বনির জন্মদিনের পার্টি।
সাদা টি-শার্টে মোটিফ আঁকা। চোখে কালো মোটা ফ্রেমের চশমায় বনি যেন ঠিক পাশের বাড়ির ছেলে। সামনে সাজানো চার রকমের কেক। রাতভর জোরদার পার্টি করেও উদযাপনের শেষ নেই।
বনির মা পিয়া সেনগুপ্ত জানালেন, হবু বউমা পাশ্চাত্যের আদলে বনির জন্মদিন পালন করছেন। কিন্তু পিয়া আর অনুপ সেনগুপ্ত একেবারে বাঙালি মতে উদযাপনে বিশ্বাসী।
আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, অভিনেত্রী তার জীবনের ‘নায়ক’-এর জন্য নাইটক্লাবে ‘গেম পার্টি’র আয়োজন করেছিলেন। আর বিয়ে নিয়ে এদিন আনন্দবাজারের সাক্ষাৎকারে বনি বলেন, বলেছিলাম ২০২৫-এ ছাদনাতলায় যেতে পারি। এখনো সে রকমই ইচ্ছে। সব ঠিক থাকলে আগামী বছর আমাদের চার হাত এক হতে পারে।
বনির মা ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত কি ছেলের বিয়ে নিয়ে একই রকম ভাবছেন? — এমন প্রশ্নে পিয়া বলেন, সংযোগ না ঘটলে তো কিছুই হয় না। তবে এবারই ছেলের বিয়ে দেব। তিনি আরও বলেন, হবু বউমা পাশ্চাত্যের আদলে বনির জন্মদিন পালন করছেন। আমি আর অনুপ একেবারে বাঙালি মতে উদযাপনে বিশ্বাসী।
এদিন শুক্রবার সকাল থেকেই সুখেন দাসের মেয়ে রান্নাঘরে। নিজের হাতে কড়াইশুঁটি দেওয়া ডাল, পাঁচ রকম ভাজা, ফিশফ্রাই, চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি, পায়েশ— নিজের হাতে রান্না করেছেন। সঙ্গে ছিল দই আর মিষ্টি। ছেলেকে ধান-দুব্বো দিয়ে আশীর্বাদ করেছেন।
উদযাপনের পাশাপাশি বনির উপহারের ঝুলিও ভর্তি। এদিন নায়ক নিজেই নিজেকে দামি মোবাইল উপহার দিয়েছেন। হাসতে হাসতে সে কথা জানিয়ে তিনি বলেন, জন্মদিন উপলক্ষে একটা ভালো মোবাইল কিনলাম। অনেক দিন ধরে কিনব ভাবছিলাম। প্রেমিকা কী দিলেন?—এমন প্রশ্নের উত্তরে বনি বলেন, নামি সংস্থার বেল্ট, মানিব্যাগ আর টুপি উপহার দিয়েছেন।