Logo
Logo
×

টালিউড

গণভবনের আলোচিত সেই ছবি নিয়ে যা বললেন শ্রীলেখা মিত্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১১:১৮ এএম

গণভবনের আলোচিত সেই ছবি নিয়ে যা বললেন শ্রীলেখা মিত্র

উত্তপ্ত বাংলাদেশের ছবি, ভিডিও ঝড়ের মতো ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায়। সোমবার গণভবনে জনতার তাণ্ডবও সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশের রাস্তায় নেমে গণভবনের জিনিসপত্র হাতে নিয়ে উচ্ছ্বাসে মেতেছে বিক্ষোভকারীরা। মুখে তাদের একটাই স্লোগান, ‘ফের স্বাধীন হল বাংলাদেশ’। এই তাণ্ডবই কী বাংলাদেশের আসল চিত্র?

প্রথম থেকেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এসেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশাল মিডিয়ায় নানা পোস্টে সেটাই বার বার বলেছেন। এমনকী, তিনি লিখেছিলেন ‘সব শেষ হয়নি, সব শেষ হয় না।’

বাংলাদেশের উত্তপ্ত অবস্থা নিয়ে এক সংবাদমাধ্যমে শ্রীলেখা জানিয়েছেন, ‘ছাত্র আন্দোলেনর মধ্যে কোনো অন্যায় ছিল না। তাদের দাবি ন্যায্য, তাই আন্দোলনও নৈতিক। এই রকম ক্ষেত্রে আন্দোলন এত বড় আকার নিলে অনেক সময়ই রাশ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দুর্ভাগ্যক্রমে এখানেও তা-ই ঘটেছে।’

শ্রীলেখার কথায়, ‘যে ছেলেটি অন্তর্বাস হাতে নিয়ে ছবি তুলছে, যে ছেলেটি বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মারছে, তারা বিচ্ছিন্ন নয়। কিন্তু তারাই সব নয়। যে যুবকেরা এতদিন আন্দোলন করলেন, প্রাণ দিলেন শয়ে শয়ে তাদের সঙ্গে ওই মূর্তি ভাঙা ছাত্রদের আমি মিলিয়ে দেখতে চাই না। লড়াই ব্যর্থ হয়নি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম