Logo
Logo
×

টালিউড

ভোটকেন্দ্রে ‘দায়িত্ববান’ মিমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:৪২ পিএম

ভোটকেন্দ্রে ‘দায়িত্ববান’ মিমি

ভোট দিতে গিয়েও তৎপর টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। মানুষের পাশে দাঁড়াতে হলে যে রাজনীতির রঙ বা কোনো দলের সান্নিধ্যের প্রয়োজন হয় না, সেই প্রমাণ বরাবরই রেখেছেন অভিনেত্রী। লোকসভা ভোটের আগেই তৃণমূলের সংসদ সদস্য পদ থেকে ইস্তেফা দিয়ে ‘রাজনীতি বৈরাগ্য’ ঘোষণা করেছেন মিমি।  এবার ভোটকেন্দ্রে ‘দায়িত্ববান’ মিমি চক্রবর্তীকে দেখা গেল।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, মিমি ভোট দিতে কসবার সারদা একাডেমিতে উপস্থিত হয়েছিলেন। সেখানে যথারীতি লম্বা লাইন। লাইনের শেষে এক বৃদ্ধ দাঁড়িয়ে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে কষ্টের; তাকে দেখেই মিমি বুঝেছিলেন। সঙ্গে সঙ্গে কর্তব্যরত ইন্সপেক্টরকে ডাকেন তিনি। 

অনুরোধ জানিয়ে বলেন, ‘স্যার, একটু এদিকে আসুন। এখানে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে। তাকে সামনে নিয়ে যান।’ শুধু বলেই ক্ষান্ত হননি। নিজে তাকে জড়িয়ে ধরে এগিয়ে দেন কিছুটা। বৃদ্ধর ভাতিজা সামনে এলে মিমি তাকে তার চাচার সঙ্গে থাকার অনুরোধ জানান। 

অভিনেত্রীর হস্তক্ষেপে এ দিন বৃদ্ধকে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হয়নি। তিনি সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। বিষয়টি ভাইরাল হয়; প্রশংসিত হয় তার মানবিকতা।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম