Logo
Logo
×

টালিউড

ওয়েব সিরিজে নাম লেখালেন মিমি 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৮:৫৩ পিএম

ওয়েব সিরিজে নাম লেখালেন মিমি 

ফাইল ছবি

টালিউডের প্রথমসারির তারকারা ওটিটির দিকে ঝুঁকছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো তারকারা ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করছেন। এবার ওটিটিতে নাম লেখাতে চলেছেন মিমি চক্রবর্তী। 

আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েব সিরিজে অভিনয় করতে আগ্রহী মিমি চক্রবর্তী। ‘হইচই’-এর তরফে একটি নতুন ওয়েব সিরিজের জন্য অভিনেত্রীর কাছে প্রস্তাব গেছে। অভিনেত্রী নাকি রাজিও হয়েছেন। মিমির বিপরীতে থাকতে পারেন টোটা রায়চৌধুরী। মিমি এবং টোটাকে নিয়ে নতুন এই সিরিজটি পরিচালনা করবেন চন্দ্রাশিস রায়।  

গত বছর মিমি অভিনীত ‘মিনি’ এবং ‘খেলা যখন’ মুক্তি পায়। দুটি ছবিই বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। সিনেমা চলেনি বলেই নতুন মাধ্যমে ভাগ্যান্বেষণে নামছেন মিমি; প্রশ্ন অনেকের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম