Logo
Logo
×

টালিউড

অমিতকে কটাক্ষ নুসরাতের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৬:১১ পিএম

অমিতকে কটাক্ষ নুসরাতের

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত। তিনি পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে এমপি নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভুয়া তথ্য প্রচার করেন রাজ্য বিজেপির আইটি সেলের শীর্ষনেতা অমিত মালব্য। আর তাতেই খ্যাপে যান নুসরাত। তিনি টুইটে অমিতকে কটাক্ষ করে নুসরাত বলেন, বিজেপি বাংলার রাজনৈতিক মানচিত্রে বিভাজন করছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে শুরু করেছে বাংলার পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে। বিজেপির অভিযোগ বুথ দখল ও খুনের ঘটনা ঘটেছে এ নির্বাচনে। তৃণমূল কংগ্রেস পালটা অভিযোগ করেছে, সুপরিকল্পিতভাবে বিরোধীরা হিংসা ছড়াচ্ছে।

অমিত মালব্য বুথ দখল নিয়ে একটি টুইট করেছেন। যেখানে তিনি একটি ভিডিও পোস্ট করে লেখেন- ‘বাংলায় গণতন্ত্রকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তার ভাতিজার লোকসভা কেন্দ্রে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ছাপ দেওয়া ব্যালট পেপার পাওয়া গিয়েছে। নেতড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস বুথ দখল করে ভোট–পর্ব শেষ করেছে। রাজ্য নির্বাচন কমিশন সেখানে আদালত অবমাননা করেছে। কোনো নিরাপত্তা এবং সিসিটিভি সেখানে ছিল না।’

এই টুইট করার পর তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভুয় তথ্য সরবরাহ করা হচ্ছে।

পালটা টুইটে নুসরাত জাহান লেখেন- ‘সবাই দেখুন আবার একদিন, আবার মনে করিয়ে দিচ্ছি বিজেপি কিভাবে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিভাজন করছে। নেতড়া গ্রাম পঞ্চায়েত মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কখনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে নয়, যা অমিত মালব্য বিশ্বাস করেন। দুর্ভাগ্যজনক ওনার আইটি সেল ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ মিথ্যা তথ্য ছড়ানো এবার বন্ধ হওয়া দরকার।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম