ফাইল ছবি
টালিউড তারকা নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নেমেছেন। শনিবার প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করা হয়। ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়া জন্য প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন তারা। নিজেদের প্রযোজিত প্রথম ছবিতে জুটি বাঁধছেন এই দুই তারকা। প্রযোজনা সংস্থার নাম ‘ওয়াইডি ফিল্মস’। বাবা যাদব পরিচালিত এ ছবিটির নাম ‘মেন্টাল’। খবর আনন্দবাজার পত্রিকার।
‘মেন্টাল’ ছবির পোস্টার শনিবার প্রকাশ্যে আসে। সেখানে যশকে দেখা গেল পুলিশ অফিসারের পোশাকে। অভিনেতার মুখে হাসির ঝলক। ছবিটি যে মূলধারার বাণিজ্যিক ছবি, তা পোস্টারে যশের লুক থেকেই স্পষ্ট।
যশ বলেন, ‘সবাই জানে, আমি নিজে বাণিজ্যিক ছবির ভক্ত। বলা যেতে পারে রোহিত শেট্টি যে ধরনের ছবি করেন, এই ছবিতেও সে রকম একটা ছাপ থাকবে।’
নুসরাতকে দেখা যায়নি ছবির পোস্টারে। কারণ কী? যশ হেসে বলেন, ‘আরও চমক রয়েছে। এক দিনেই সবটা বলে দিতে চাই না।’
যশ এবং নুসরাত দুজনেই বাণিজ্যিক ছবি থেকে উঠে এসেছেন। ইন্ডাস্ট্রিতে তারা প্রতিষ্ঠিত; কিন্তু নতুন করে প্রযোজনার ঝুঁকি নিলেন কেন? যশ বলেন, ‘আসলে ইন্ডাস্ট্রি থেকে আমরা শুধুই নিয়ে যাব, সেটা ঠিক নয়। আমাদেরও ইন্ডাস্ট্রিকে কিছু ফিরিয়ে দেওয়া উচিত। এ ভাবনা থেকেই আমি আর নুসরাত এ সিদ্ধান্ত নিয়েছি।’
নুসরাত বলেন, ‘আমি ওকে সব সময়ই সমর্থন করি। আমরা একসঙ্গে ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু করতে পারলে খুব ভালো লাগবে।’
যশ বলেন, ‘ভবিষ্যতে নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি ছোট পর্দাতেও প্রযোজনার ইচ্ছা রয়েছে আমার।’