
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম
বরেণ্য: সৈয়দ আলী আহসান

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সৈয়দ আলী আহসান বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসাবে স্বীকৃতি দেয়। তিনি ১৯২২ সালের ২৬ মার্চ মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স (এসএসসি) এবং ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে ঢাকা কলেজ) থেকে এফএ (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৪৩ সালে স্নাতক এবং ১৯৪৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, উচ্চারণ, আমার প্রতিদিনের শব্দ, প্রেম যেখানে সর্বস্ব। বিবিধ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে তিনি একুশে পদক, স্বাধীনতা ও বাংলা একাডেমিসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। ২০০২ সালের ২৫ জুলাই তিনি ঢাকায় মারা যান।