Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

ফাইল ছবি

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

তরঙ্গ ও শব্দ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৬৮। শব্দ শক্তির একটি বিশেষ কীরূপ? উত্তর : তরঙ্গরূপ।

৬৯। শব্দের প্রতিফলনের উদাহরণ কোনটি?

উত্তর : প্রতিধ্বনি।

৭০। ঘড়ির কাঁটার গতি কী ধরনের পর‌্যাবৃত্ত গতি?

উত্তর : বৃত্তাকার।

৭১। স্পন্ন গতির দিক কয়মুখী? উত্তর : ২।

৭২। কোন তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের গতির দিক পরস্পর সমান্তরাল হয়? উত্তর : অনুদৈর্ঘ্য তরঙ্গ।

৭৩। পর্যাকাল কী? উত্তর : একটি পূর্ণ স্পন্দনের সময়।

৭৪। পর্যাকালকে কি দ্বারা প্রকাশ করা হয়? উত্তর : T

৭৫। কোনো বস্তু মিনিটে 1200টি পূর্ণ কম্পন সম্পন্ন করে। এর কম্পাঙ্ক কত? উত্তর : 20 Hz

৭৬। বিস্তারের ক্ষেত্রে কম্পনশীল কণার সরণ কেমন হবে?

উত্তর : সর্বোচ্চ।

৭৭। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থানকে কী বলে? উত্তর : দশা।

৭৮। তরঙ্গ দৈর্ঘ্যরে একক কী? উত্তর : মিটার।

৭৯। নির্দিষ্ট দিকে ত্বরণের 5 সেকেন্ডে 50 মিটার সরণ হলে বেগ কত হবে? উত্তর : 10 মিটার/ সেকেন্ড।

৮০। বস্তুর কোন ঘটনার জন্য শব্দ উৎপন্ন হয়?

উত্তর : কম্পন।

৮১। শব্দ সঞ্চালনের জন্য কিরূপ মাধ্যম প্রয়োজন?

উত্তর : অবিচ্ছিন্ন স্থিতিস্থাপক।

৮২। শব্দের বেগ কোনটির ওপর নির্ভরশীল?

উত্তর : মাধ্যমের তাপমাত্রা।

৮৩। বাদুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত? উত্তর : 10⁵ Hz

৮৪। শব্দের প্রয়োগে অন্ধকারে চলে কোন প্রাণী?

উত্তর : বাদুর।

৮৫। শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে? উত্তর : শব্দের বেগ।

৮৬। 1 কেলভিন তাপমাত্রা বাড়ালে শব্দের দ্রুতি কত বেড়ে যায়? উত্তর : 0.6 মিটার/ সেকেন্ড।

৮৭। ভূ-গর্ভের খনিজ পদার্থ নির্ণয়ে কী ব্যবহার করা হয়?

উত্তর : প্রতিধ্বনি।

৮৮। পানিতে শব্দের বেগ কত?

উত্তর : 1.4×5105 সেমি/ সে.

৮৯। লোহাতে শব্দের দ্রুতি পানিতে দ্রুতির কতগুণ?

উত্তর : ৩.৬ গুণ।

৯০। বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতির কী পরিবর্তন হয়? উত্তর : বেড়ে যায়।

৯১। কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক? উত্তর : পানি।

৯২। বায়ুর তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কিরূপ হয়?

উত্তর : বাড়ে।

৯৩। লোহাতে শব্দের বেগ বাতাসের বেগের কতগুণ?

উত্তর : 15।

৯৪। ভ্যাকিউয়ামে শব্দের দ্রুতি কত? উত্তর : শূন্য।

৯৫। 50° সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি কত?

উত্তর : 362 মি./ সে.।

৯৬। 20° সেলসিয়াস তাপমাত্রায় লোহায় শব্দের বেগ কত?

উত্তর : 5130 মি./ সে.

৯৭। কোন ধরনের বায়ুতে শব্দের বেগ বেশি?

উত্তর : ভেজা বায়ু।

৯৮। বস্তুর কোনটি ব্যতীত শব্দ উৎপন্ন হয় না?

উত্তর : কম্পন।

৯৯। শব্দোত্তর তরঙ্গের কম্পাঙ্ক কত? উত্তর : 20,000 Hz

১০০। সমুদ্রের গভীলতা নির্ণয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?

উত্তর : SONAR

১০১। কোন শব্দ মেজাজ খিটখিটে করে?

উত্তর : অবিরাম শব্দ।

১০২। শব্দ দূষণ কমানোর জন্য কী করতে হবে?

উত্তর : লোকালয় থেকে দূরে কারখানা স্থাপন করতে হবে?

১০৩। হঠাৎ তীব্র শব্দ কী করতে পারে?

উত্তর : শ্রবণশক্তি নষ্ট করে দিতে পারে।

১০৪। শব্দ সহনশীলতার মাত্রা ছাড়িয়ে গেলে তাকে কী বলে? উত্তর : শব্দ দূষণ।

১০৫। কোনটির কম্পনে গলা থেকে শব্দ বের হয়?

উত্তর : ভোকাল কর্ড।

১০৬। মানুষের গলার স্বরযন্ত্রে কয়টি পর্দা থাকে?

উত্তর : ২টি।

১০৭। কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে?

উত্তর : কমে।

১০৮। বিস্তারের অভিমুখে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শব্দকে কী বলে? উত্তর : তীব্রতা।

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

বারিমণ্ডল

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৭। বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?

ক) রাশিয়া খ) আমেরিকা গ) কানাডা ঘ) আফ্রিকা

১৮। পৃথিবীর মোট জলরাশির শতকরা কত ভাগ ভূগর্ভে রয়েছে?

ক) ৯.৫ খ) ০.৬৮ গ) ০.০১ ঘ) ০.০০১

১৯। তিন দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জলভাগ থাকলে তাকে কী বলে?

ক) মহাসাগর খ) সাগর গ) উপসাগর ঘ) হ্রদ

২০। ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত?

ক) এশিয়া খ) ইউরোপ গ) আফ্রিকা ঘ) অস্ট্রেলিয়া

২১। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?

ক) ব্যারোমিটার খ) সেক্সট্যান্ট

গ) সিসমোগ্রাফ ঘ) ফ্যাদোমিটার

২২। সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়ভাগে ভাগ করা যায়?

ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই

২৩। সবচেয়ে কম গভীরতার মহাসাগর কোনটি?

ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর

২৪। সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত?

i. রাশিয়া ii. আমেরিকা যুক্তরাষ্ট্র iii. কানাডা

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২৫। কোনটি উপসাগর?

i. বঙ্গোপসাগর ii. জাপান সাগর

iii. পারস্য উপসাগর

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২৬। কোন মহাসাগরের আয়তন ১ কোটি ৫০ লাখ?

ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর গ) ভারত মহাসাগর ঘ) উত্তর মহাসাগর

২৭। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত?

ক) ২০০ মি. খ) ১৫০ মি. গ) ১০০ মি. ঘ) ৮০ মি.

২৮। বাংলাদেশের উপকূলীয় অংশে বঙ্গোসাগরের দৈর্ঘ্য কত?

ক) ৬১৫ কি.মি. খ) ৭০০ কি.মি.

গ) ৭১৬ কি.মি. ঘ) ৭২০ কি.মি.

২৯। বঙ্গোপসাগরে কত প্রজাতির মাছ রয়েছে?

ক) ৩৩৬ খ) ৪১৬ গ) ৪৪২ ঘ) ৭১৬

৩০। মহীঢালের গড় প্রশস্ততা কত?

ক) ১৫ থেকে ২০ কি.মি.

খ) ১৬ থেকে ৩২ কি.মি.

গ) ২০ থেকে ৩৫ কি.মি.

ঘ) ৩৪ থেকে ৪৮ কি.মি.

৩১। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার প্রধান কারণ কী?

ক) হিমশৈল খ) পাথরখণ্ড

গ) সমুদ্রস্রোত ঘ) বড়দ্বীপ

৩২। হিমশৈল কী?

ক) এন্টার্কটিকায় জমাট বাঁধা বরফ

খ) গ্রিনল্যান্ডে জমাট বাঁধা বরফ

গ) সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড

ঘ) হিমালয়ের চূড়ায় জমাট বাঁধা বরফ

৩৩। পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কী?

ক) ম্যারিয়ানা খাত খ) পোর্টেরিকো খাত

গ) শুন্ডা খাত ঘ) ক্যানারি খাত

৩৪। তথ্যগুলো লক্ষ্য কর-

i. ম্যারিয়ানা খাতের গভীরতা প্রায় ১০,৮৭০ মি.

ii. শুন্ডাখাত ভারত মহাসাগরের খাত

iii. পোর্টেরিকো খাত প্রশান্ত মহাসাগরের।

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

৩৫। বঙ্গোপসাগরে রয়েছে-

i. ১৯ প্রজাতির চিংড়ি ii. ৩৩৬ প্রজাতির মলাস্কস iii. ৪৪২ প্রজাতির মাছ

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

৩৬। মহীসোপানের গড় প্রশস্ততা কত?

ক) ৫০ কি.মি. খ) ৬০ কি.মি.

গ) ৭০ কি.মি. ঘ) ৮০ কি.মি.

উত্তর : ১৭। ক ১৮। খ ১৯। গ ২০। গ ২১। ঘ ২২। ক ২৩। খ ২৪। গ ২৫। খ ২৬। ঘ ২৭। খ ২৮। গ ২৯। গ ৩০। খ ৩১। ক ৩২। গ ৩৩। ক ৩৪। ক ৩৫। ঘ ৩৬। গ।

এসএসসি পরীক্ষার্থী পড়াশোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম