Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: গণমানুষের কবি দিলওয়ার

Icon

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কবি দিলওয়ার বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি। বাংলাদেশের সাধারণ মানুষের মননের কথা তার কবিতায় স্বতঃস্ফূর্তভাবে উঠে এসেছে বলে তাকে গণমানুষের কবি বলা হয়। ১৯৩৭ সালের ১ জানুয়ারি তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমার ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে সিলেটের উত্তর সুরমার রাজা জিসি হাইস্কুল থেকে প্রবেশিকা পাস করে এমসি কলেজ থেকে ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। শিক্ষকতার মাধ্যমে পেশা জীবনের শুরু হলেও এরপর রাজধানীতে এসে সাংবাদিকতা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল- ঐকতান, পূবাল হাওয়া, উদ্ভিন্ন উল্লাস, বাংলা তোমার আমার, রক্তে আমার অনাদি অস্থি, বাংলাদেশ জন্ম না নিলে, স্বনিষ্ঠ সনেট, নির্বাচিত কবিতা, দুই মেরু প্রভৃতি। ১৯৮০ সালে কাব্যচর্চায় বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে সাহিত্যে অবদানের জন্য তাকে একুশে পদক প্রদান করা হয়। ১০ অক্টোবর ২০১৩ তিনি সিলেটে মৃত্যুবরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম