আবিদ আনোয়ার বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি ১৯৫০ সালের ২৪ জুন কিশোরগঞ্জের কটিয়াদীতে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে কটিয়াদী হাইস্কুল থেকে মাধ্যমিক, ১৯৬৮ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরী-কলাম্বিয়া থেকে সাংবাদিকতায়ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- আটকে আছি মধ্যনীলিমায়, কাব্যসংসার, খড়বিচালির বৃক্ষজীবন, স্বৈরিণীর ঘরসংসার, মরা জোছনায় মধুচন্দ্রিমা, প্রতিবিম্বের মমি প্রভৃতি। তিন পাখনার প্রজাপতি তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। শিশুতোষ সাহিত্যেও তার বিশেষ অবদান রয়েছে।