* আমরা কাউকে কোনো কিছু শেখাতে পারি না। তার ভেতরের গুণটাই চোখের গোচরে আনতে সাহায্য করি মাত্র।
* যদি এই মহাবিশ্বকে তুমি জানতে চাও, তাহলে তা যে ভাষায় লেখা হয়েছে সে ভাষায় পড়তে চেষ্টা কর। আর তা হচ্ছে, গণিত।
* আমি কখনও এত মূর্খ মানুষের সঙ্গে পরিচিত হইনি, যার থেকে কিছু শেখা না যায়।
* নিজেকে চিনতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান।
* যখন বিবেক আমাদের হতাশ করে, তখনই কারণের উদ্ভব ঘটে।
* মানুষ হিসেবে আমাদের সবার উচিত একটি বাক্যকে সহজভাবে স্বীকার করে নেয়া। আর তা হচ্ছে, “আমি জানি না।”