এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ
বাক্য শুদ্ধ করে লেখ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮৮) দারিদ্রতাকে জয় করতে হলে, পরিশ্রম কর।
> দারিদ্রকে জয় করতে হলে, পরিশ্রম কর।
৮৯) দ্বাদশ শ্রেণীতে তেত্রিশ জন ছাত্র আছে তার মধ্যে রহিম সবচেয়ে ভাল।
> দ্বাদশ শ্রেণিতে তেত্রিশ জন ছাত্র আছে তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো।
৯০) দেশের উন্নয়নের গতি ত্বরাম্বিত করার জন্য কৃচ্ছতাসাধন দরকার।
> দেশের উন্নয়নের গতি ত্বরাম্বিত করার জন্য কৃচ্ছ্রসাধন দরকার।
৯১) দৈন্যতা প্রশংসনীয় নয়। > দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়।
৯২) দৈন্যতা সব সময় ভালো নয়।> দৈন্য সব সময় ভালো নয়।
৯৩) দশচক্রে ঈশ্বর ভূত।> দশচক্রে ভগবান ভূত।
৯৪) দুর্বলবশত তিনি আসতে পারেননি।
> দুর্বলতাবশত তিনি আসিতে পারেন নাই।
৯৫) নজরুল সাহেব স্বপরিবারে বেড়াতে গেলেন।
> নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন।
৯৬) নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
> নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
৯৭) নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
> নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে।
৯৮) নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী।
> নিরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
৯৯) পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।
> পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ।
১০০) পরবর্তীতে আপনি এলে ভাল হবে।
> পরবর্তীকালে/সময়ে আপনি এলে ভালো হবে।
১০১) পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে।
> পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
১০২) প্রয়াত কবিকে আমরা সবাই অশ্র“জলে বিদায় দিলাম।
> প্রয়াত কবিকে আমরা সবাই চোখেরজলে বিদায় দিলাম।
১০৩) প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
> প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা।
১০৪) প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা থাকবেই।
> প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
১০৫) পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্নীয়মান।
> পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।
১০৬) পূর্বদিকে সূর্য উদয় হয়।> পূর্বদিকে সূর্য উদিত হয়।
১০৭) বিরাট গরু-ছাগলের হাট। > গরু-ছাগলের বিরাট হাট।
১০৮) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
> বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
১০৯) বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করেছিল, তা নয়।
> বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তা নয়।
১১০) বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ।> বাজারে গরুর খাঁটি দুধ দুর্লভ।
১১১) বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল।
>বেগম রোকেয়ার মতো বিদূষী নারী একালেও বিরল।
১১২) বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।
> বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ।
১১৩) বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর প্রতিভা ছিল।
> বঙ্কিমের অসামান্য প্রতিভা ছিল।
১১৪) বিধি লঙ্ঘন হয়েছে।> বিধি লঙ্ঘিত হয়েছে।
১১৫) যাকে দেখতে নারি তার হাঁটা বাঁকা।> যাকে দেখতে নারি তার চলন বাঁকা।
১১৬) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।>বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
১১৭) বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
> বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
১১৮) বৃক্ষে কাঁঠাল গোঁফে তেল।> গাছে কাঁঠাল গোঁফে তেল।
১১৯) ভাত ধ্বংস করা।> অন্ন ধ্বংস করা।
১২০) মেয়েটি বিদ্ধান কিন্তু ঝগড়াটে।
>মেয়েটি বিদূষী কিন্তু ঝগড়াটে।
১২১) মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
> মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।
১২২) মাদকাশক্তি ভাল নয়।> মাদকাসক্তি ভালো নয়।
১২৩) যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা।
> যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
