Logo
Logo
×

দশ দিগন্ত

ওমানে ৪.১ মাত্রার ভূমিকম্প

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিঃসন্দেহে এ বছরের আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হলো ভূমিকম্প। এবার এই প্রাকৃতিক দুর্যোগে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। রোববার স্থানীয় সময় ৭টা ৫৫ মিনিটে দেশটির দুকম অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে সুলতান কাবোস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ । তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আরব নিউজ। স্থানীয় পুলিশ জানায়, ভূমিকম্পের বিষয়ে জানাতে সকাল থেকে ফোন আসতে শুরু করে পুলিশের কাছে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দে র তথ্য অনুসারে রাজধানী মাসকটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় শূন্য ছিল। তবে অবকাঠামোর ওপর নির্ভর করে ভবনের ওপর ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকিবিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ড জানায়, ওমানে মাঝারি আকারের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এ ছাড়া আগামী ৫০ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম