বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে ভারতে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাপানের পর এবার ভারতে হতে চলেছে বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে চলতি বছরের ডিসেম্বর থেকে এর কাজ শুরু হবে। ফ্রান্সের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রিসিটি ডি ফ্রান্স এবং ভারতের পারমাণবিক শক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন’ সম্মিলিতভাবে মহারাষ্ট্রপ্রদেশের জৈতাপুরে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করার পরিকল্পনা করছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে নরেন্দ্র মোদির শনিবার এক দ্বিপক্ষীয় বৈঠকের পর এ সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হলে এটিই হবে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এর ধারণক্ষমতা ৯.৬ গিগাওয়াটস।
নয় বছর আগে ২০০৯ সালে ফ্রান্সের রাষ্ট্রমালিকানাধীন পারমাণবিক চুল্লি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিভা এসএ ও ভারত সরকারের সঙ্গে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে প্রাথমিক চুক্তি হয়। ওই চুক্তিতে বলা হয় ফ্রান্সের এই কোম্পানি জৈতাপুরের এ প্রকল্পে ছয়টি পারমাণবিক চুল্লি সরবরাহ করবে। ২০৩২ সালের মধ্যে ভারত বর্তমান সময়ের থেকেও ৯ গুণ বেশি পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে।
