Logo
Logo
×

দশ দিগন্ত

আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী বলেছেন, ভারত চলতি মাসেই পাকিস্তানে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্বাসযোগ্য তথ্যের বরাত দিয়ে শনিবার মুলতানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। কোরেশী বলেন, ‘নয়াদিল্লি এ মাসের ১৬ থেকে ২০ তারিখের মধ্যেই ওই হামলার পরিকল্পনা আঁটছে।’

পাকিস্তান এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে এ বিষয়ে অবহিত করেছে বলেও জানিয়েছেন তিনি।

কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের গাড়িবোমা হামলার পর ফেব্রুয়ারিতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে ভয়াবহ উত্তেজনা দেখা গিয়েছিল। দিন দিন এ উত্তেজনা থিতিয়ে এলেও এর রেশ এখনও আছে। খবর রয়টার্সের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম