Logo
Logo
×

টি ২০ বিশ্বকাপ ২০২৪

২৫ নারী হকি খেলোয়াড় যাচ্ছেন সিঙ্গাপুর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এএইচএফ কাপ জুনিয়র নারী হকি টুর্নামেন্টে খেলতে ২৮ সদস্যের বাংলাদেশ দল যাচ্ছে সিঙ্গাপুরে। এর মধ্যে ২৫ জন খেলোয়াড় ও বাকি তিনজন কোচ ও কর্মকর্তা। ১৪-২৩ জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভিসা পাওয়া সাপেক্ষে ১২ জুন রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে মেয়েদের। টুর্নামেন্টে একটিই পুল রয়েছে। যেখানে সাতটি দেশ সিঙ্গেল লিগ ভিত্তিতে একে অন্যের বিপক্ষে খেলবে।

দেশগুলো হলো-চাইনিজ তাইপে, হংকং, চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, বাংলাদেশ ও স্বাগতিক সিঙ্গাপুর। এই টুর্নামেন্টটি জুনিয়র এশিয়া কাপের বাছাইপর্ব। ১৫ জুন থাইল্যান্ড, পরদিন হংকং, ১৮ জুন শ্রীলংকা, পরদিন চাইনিজ তাইপে, ২২ জুন ইন্দোনেশিয়া, পরদিন স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে লাল-সবুজের মেয়েরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম