Logo
Logo
×

উপসম্পাদকীয়

এত ভিক্ষুক কেন?

Icon

হামিদা আব্বাসী

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এত ভিক্ষুক কেন?

বাড়ি, অলিগলি, বাজার, শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হাসপাতাল; যেখানেই যাই না কেন, কোনো না কোনো ভিক্ষুক এসে হাত পাতে। সেখানে পঙ্গু, অন্ধ, খোঁড়া এবং শারীরিকভাবে ভালো মানুষও আছে।

একজন সচ্ছল মানুষ হিসাবে যতটুকু পারি সাহায্য করি; কিন্তু এই সাহায্য তাদের জন্য যথেষ্ট নয়। কেননা পরদিনই আবার তাদের ভিক্ষার জন্য মানুষের দ্বারে উঁকি দিতে হয়, হাঁক দিতে হয়। কেন আমরা পারি না তাদের ভিক্ষাবৃত্তি থেকে রেহাই দিতে?

সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা পদ্ধতি চালু হয়েছে। সংবাদমাধ্যমে জেনেছি, ২০১০ সাল থেকে সরকার ভিক্ষাবৃত্তি নির্মূল ও পুনর্বাসনের জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছে। বর্তমানেও এ কর্মসূচির কাজ অব্যাহত আছে।

তারপরও আমাদের সমাজে ভিক্ষুকদের সংখ্যা চোখে পড়ার মতো কেন? আমাদের জন্য এটা লজ্জার যে, কিছু মানুষ আহার জোগানের জন্য পথে-হাটে-বাড়িতে ছ্যাঁচড়ার মতো মানুষের কাছে হাত পাতে। এখন আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি, দেশে সচ্ছল মানুষের অভাব নেই। সবাই মিলে উদ্যোগ নিলে ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব বলে মনে করি।

শিক্ষার্থী, বিবিএ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম