শেখ জামাল ছাড়লেন কোচ সেকুলোভস্কি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বেশ কয়েকটি ম্যাচে ডাগআউটে দেখা যায়নি শেখ জামালের মেসিডোনিয়ান কোচ মার্জান সেকুলোভস্কিকে। সূত্রে জানা গেছে, সম্প্রতি পারিবারিক কারণে শেখ জামাল ছেড়ে দেশে ফিরে গেছেন তিনি। এতদিন শেখ জামালের ডাগআউট সামলেছেন সহকারী কোচ সাইফুর রহমান মনি। সূত্রে আরও জানা যায়, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন জুলফিকার মাহমুদ মিন্টু। এএফসি প্রো-লাইসেন্সধারী জুলফিকার গত মৌসুমে ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ।
প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই শেখ জামাল। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। ৩ ফেব্রুয়ারি শেখ জামাল প্রিমিয়ার লিগে তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর।
এরই মধ্যে ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করেছেন জুলফিকার মাহমুদ।
এদিকে বিদেশি কোচের পর এবার শেখ জামাল ছাড়লেন সহকারী কোচ সাইফুর রহমান মনিও। ক্লাব ছাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘বিদেশি কোচ আনার শর্তে সহকারী কোচ হিসাবে ক্লাবে থাকতে চেয়েছিলাম আমি। কিন্তু তারা দেশি কোচ নিয়েছে। তাই আমি আজ (গতকাল) সহকারী কোচের পদে ইস্তফা দিয়েছি।’