১৩ মাসের মধ্যে চতুর্থ চেয়ারম্যান খুঁজতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। রমিজ রাজা ও নাজাম শেঠির বিদায়ের পর এবার পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাকা আশরাফ। স্বাধীনভাবে কাজ করার পূর্ণ ক্ষমতা না পাওয়ায় শুক্রবার লাহোরে ব্যবস্থাপনা কমিটির চতুর্থ বৈঠকের পর মেয়াদ শেষের এক মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত জানান আশরাফ। গত বছরের জুলাইয়ে তিনি দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদল হয়। এশিয়া কাপ ও বিশ্বকাপে ব্যর্থতার জেরে তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। বদলে ফেলা হয় পুরো কোচিং স্টাফ ও নির্বাচক কমিটি। তাতেও অবশ্য দলের ভাগ্য বদলায়নি। বিশ্বকাপের পর এখনো জয়শূন্য পাকিস্তান। এবার আশরাফকেও সরে যেতে হলো।