প্রায় চার বছর পর মুক্ত হলো ক্যাসিনো কাণ্ডে বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। সোমবার বিকালে রীতিমতো উৎসব আমেজে মতিঝিল পাড়ার এই ক্লাবটির তালা খোলেন সাবেক তারকা ফুটবলার এবং ঢাকা উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল গাফফার। এ সময় ক্লাবের সভাপতি কাজী লিটন, সহসভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদ মাজহারুল ইসলামসহ সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পারভেজ বলেন, ‘২০১৯ সালের ঠিক এই দিনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী ক্লাবটি বন্ধ করে দিয়েছিল। তাই একই দিনে খোলার আয়োজন করেছি আমরা।