Logo
Logo
×

খেলা

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মার্চে শুরু

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর বসতে পারে আগামী ১৫ মার্চ। শনিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) এক সভা শেষে এই সিদ্ধান্ত নেয়। জাতীয় দলের ব্যস্ত সূচির মধ্যে এবার ঢাকা লিগ চলবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। মার্চের ১ ও ২ তারিখে ঢাকা লিগের দলবদল প্রক্রিয়া শুরু হবে। সভা শেষে সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ঢাকা লিগ শুরু করতে যাচ্ছি। সব ক্লাবকে ডাকা হয়েছিল। কবে কখন কোথায় কীভাবে লিগ শুরু করা যায়-এসব নিয়ে আলোচনা করেছি।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ওয়ানডে ও টি ২০ সিরিজ শেষ হবে ১৪ মার্চ। ১৮ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু। তাদের বিপক্ষে সিরিজ হবে সিলেটে। এই সময়ে ঢাকা লিগের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিরপুরে। এ সময় ঢাকা লিগ হতে পারে ফতুল্লা স্টেডিয়ামে।

সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিপিএলের পরপরই ঢাকা লিগ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কারণ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সূচি রয়েছে। বিসিএলে অনেক খেলোয়াড় ব্যস্ত থাকবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম