টি ২০-তে নতুন পথচলা নিয়ে সাকিব
‘শিশুর মতো শুরুতে হাঁটবে এরপর দৌড়াবে বাংলাদেশ’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
এশিয়া কাপ দিয়ে টি ২০ ফরম্যাটে কোচিং স্টাফ ও নেতৃত্বে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে টি ২০ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। টেকনিক্যাল কনসালটেন্ট করে আনা হচ্ছে ভারতের শ্রীধরন শ্রীরামকে।
আগামীকালের সভায় বদলে যেতে পারে টি ২০ দলের কোচও। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে শনিবার। তবে নতুন অধিনায়ক জানালেন, টি ২০ ফরম্যাটে রাতারাতি দলের পরিবর্তন হওয়া সম্ভব নয়। সমর্থকদের নতুন আশা না দেখিয়ে সময় চাইলেন অলরাউন্ডার সাকিব।
সকালে অনুশীলনের পর বিকালে ঢাকায় একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারি। তার প্রস্তুতি হিসাবেই এসব (পরিবর্তন)। যদি মনে করি, এক-দুদিনে কিছু বদলে দিতে পারব অথবা অন্য কেউ এসে বদলে দেবে, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি!’ তিনি বলেন, ‘বাস্তবসম্মত চিন্তা করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি।’
সাকিব মনে করছেন, টি ২০ ফরম্যাটে বাংলাদেশের নতুন শুরু করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বলেন, ‘এই সংস্করণে আমরা খেলা শুরু করেছি ২০০৬ সালে। এরপর থেকে এখন পর্যন্ত খুব বেশি ভালো ফল নেই, শুধু এশিয়া কাপে ফাইনাল বাদে। সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই সংস্করণে। তাই আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।’
এ সময় ছোট শিশুর উদাহরণ টেনে সাকিব বলেন, ‘একটা বাচ্চা যখন হাঁটতে শুরু করে তার ধাপগুলো খুব কঠিন হয়, আস্তে আস্তে জিনিসগুলো সহজ হতে থাকে। আশা করি, ছোট বাচ্চার মতো আমরা ধাপে ধাপে চলতে শুরু করব। এরপর আস্তে আস্তে দৌড়ানোর জায়গায়ে পৌঁছতে পারব।’
২০১৯ সালে এক বছরের জন্য আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার আগে টি ২০ ফরম্যাটের অধিনায়ক ছিলেন সাকিব। কিছুদিন আগে টেস্ট অধিনায়ক হওয়ার পর নেতৃত্ব নিয়ে এশিয়া কাপে যাচ্ছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। অধিনায়কত্ব পেয়ে খুশি সাকিব। তিনি বলেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সব সময় গর্বের বিষয়। আমি খুবই আনন্দিত, রোমাঞ্চিত এবং নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত বলে মনে করি।’ টেকনিক্যাল কনসালটেন্ট নিয়ে টি ২০ অধিনায়ক বলেন, ‘খুব বেশি কিছু প্রত্যাশা করার নেই এখানে। যেহেতু তিনি (শ্রীরাম) অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাঁচ-ছয় বছর ছিলেন, আর আমাদের বিশ্বকাপটাও ওখানে, তার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। সবাই মিলে কাজ করলে একটা নতুন পথচলা শুরু হবে।’ শনিবার প্রথমদিনের অনুশীলন শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে মাঠ ছাড়েন সাকিব।