Logo
Logo
×

খেলা

‘ঘরের মাঠে দুর্দান্ত বাংলাদেশ’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ঘরের মাঠে দুর্দান্ত বাংলাদেশ’

শ্রীলংকা সিরিজের পর জুনে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর।

ভিসার কাজ এগিয়ে রাখতে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জনাকয়েক ক্রিকেটার এসেছিলেন। অনুশীলন ক্যাম্প করতে রোববার রাতে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুলদের অনুশীলন শুরু হবে। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অবস্থা ভালো নয়। ঘরের মাঠে সিরিজ হওয়ায় ঘুরে দাঁড়ানোর আশা মুমিনুলদের। এদিকে কাল বাংলাদেশ সফরে আসা শ্রীলংকা দল আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবে। অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল। তাদের হালকাভাবে নিলে ভুল হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে হারাতে সেরা খেলাটা খেলতে হবে।’

শ্রীলংকার সঙ্গে বাংলাদেশ এ পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছে। জয় মাত্র একটি, ড্র চারটি। বাকি সব ম্যাচে হার। ঘরের মাঠে ছয় টেস্ট খেলে চারটিতে হেরেছে টাইগাররা, দুটি ড্র। ম্যাথিউস বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে। ঘরের মাঠে তারা দুর্দান্ত, বড় দলকেও হারিয়েছে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম