Logo
Logo
×

খেলা

নইমুদ্দিন সংবর্ধিত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতীয় ফুটবলে অন্যতম কিংবদন্তি সৈয়দ নইমুদ্দিন। ষাটের দশকে ভারতের জাতীয় ফুটবল দলে খেলেছেন। ছিলেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার। বাংলাদেশের ফুটবল ক্লাব ব্রাদার্স ইউনিয়নকে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি। এমনকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বও পালন করেছেন। সেই সৈয়দ নইমুদ্দিনকে সংবর্ধনা দিল কলকাতা মোহামেডান। শনিবার ক্লাব প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নইমুদ্দিন ও মো. ফরিদকে শান-ই মোহামেডান সম্মাননা ক্রেস্ট তুলে ও উত্তরীয় পড়িয়ে দেন কলকাতা মোহামেডান ক্লাবের কর্মকর্তারা। সৈয়দ নইমুদ্দিনের অধীনে ভারত জাতীয় ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয় ২০০৫ সালে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম