Logo
Logo
×

খেলা

রাজার কাছে হাফিজের হার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজার কাছে হাফিজের হার

জাতীয় দলের সঙ্গে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ দক্ষিণ আফ্রিকায়। আগেরদিন ঢাকায় আসা মোহাম্মদ হাফিজের সঙ্গে সৌম্য সরকারদের নিয়ে মাঠে নামা মোহামেডান ‘শাইন’ করতে পারেনি নিজেদের প্রথম ম্যাচে।

শাইনপুকুরের কাছে ৪১ রানে হেরে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু করল তারা। দিনের অপর ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছয় উইকেটে হারিয়েছে খেলাঘর কল্যাণ সমিতিকে।

বুধবার মিরপুর শেরেবাংলায় টস হেরে ব্যাট করতে নেমে শাইনপুকুর ২৫০ রান তোলে সাত উইকেটে। মোহামেডান জবাব দেয় ২০৯ রান করে। শাইনপুকুরের সাজ্জাদুল হক ৭০ ও আলাউদ্দিন বাবু ৪৬ রান করেন। মোহামেডানের ওপেনার পারভেজ হোসেন ৫৪ এবং সোহরাওয়ার্দী শুভ ৫১ রান করেন। দুটি করে উইকেট নেন আলাউদ্দিন বাবু ও সিকান্দার রাজা। ব্যাট হাতে ৪২ রান করা জিম্বাবুয়ের অলরাউন্ডার রাজার কাছে হেরেছেন পাকিস্তান্মের হাফিজ। ব্যাট হাতে ব্যর্থ মোহামেডানের সৌম্য (৭) বল হাতে নিয়েছেন তিন উইকেট। হাফিজ চার বলে চার রান এবং এক উইকেট। বিকেএসপিতে খেলাঘরের ২২১/৭ শেখ জামাল (২২৪/৪) অনায়াসে টপকে যায় সৈকত আলী (৬৩) ও সাইফ হাসানের (৬২) ১১১ রানের উদ্বোধনী জুটিতে। ৪৭ রান আসে জহুরুল ইসলামের ব্যাট থেকে। বিফলে যায় খেলাঘরের অমিত হাসানের সেঞ্চুরি (১০৭*)। লিগের প্রথম দুদিনে এটি তৃতীয় সেঞ্চুরি।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুর ২৫০/৭, ৫০ ওভারে (আনিসুল ইসলাম ১৪, রাকিন আহমেদ ৩৯, সিকান্দার রাজা ৪২, সাজ্জাদুল হক ৭০, আলাউদ্দিন বাবু ৪৬*। সালাউদ্দিন শাকিল ২/৪৯, সৌম্য সরকার ৩/৫২)। মোহামেডান ২০৯, ৪৮.৩ ওভারে (পারভেজ হোসেন ৫৪, জাহিদুজ্জামান ১৮, সোহরাওয়ার্দী শুভ ৫১, ইয়াসিন আরাফাত ৩৮। আলাউদ্দিন বাবু ২/৫৫, সিকান্দার রাজা ২/৩৬, আনিসুল ইসলাম ২/১৪)। ফল : শাইনপুকুর ৪১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : আলাউদ্দিন বাবু (শাইনপুকুর)।

খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলাঘর ২২১/৭, ৫০ ওভারে (প্রিতম কুমার ২৬, অমিত হাসান ১০৭*, অশক মেনারিয়া ৩২, মাসুম খান ৩০। মৃত্যুঞ্জয় চৌধুরী ২/৩৭, সাইফ হাসান ৩/৩০)। শেখ জামাল ২২২/৪, ৪৭.৪ ওভারে (সৈকত আলী ৬৩, সাইফ হাসান ৬২, ইমরুল কায়েস ১৬, জহুরুল ইসলাম ৪৭, নুরুল হাসান ২৫। হোসেন আলী ২/৩০)। ফল : শেখ জামাল ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : সাইফ হাসান (শেখ জামাল)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম