Logo
Logo
×

খেলা

চট্টগ্রাম আবাহনীর হারে রানার্সআপ শেখ জামাল

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৮, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিরোপা স্বপ্ন আগেই শেষ। এবার রানার্সআপ ট্রফিটাও হাতছাড়া। ৪৫ মিনিটের ঝড়েই কুপোকাত চট্টগ্রাম আবাহনী। তিন রাউন্ড আগেও যারা শিরোপা স্বপ্নে বিভোর ছিল, সেই দলটি এখন তৃতীয় স্থানের জন্য লড়াই করছে। প্রিমিয়ার লীগে আরও একটি হার জুটল তাদের কপালে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই

থাকল চট্টলার দলটি। অন্যদিকে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাইফ স্পোর্টিং। চট্টগ্রাম আবাহনীর হারে এক ম্যাচ বাকি থাকতেই ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লীগে রানার্সআপ হয়ে গেল শেখ জামাল। চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী শিরোপা উৎসব সেরে ফেলেছে আগেই।

শিরোপার দৌড়ে দীর্ঘ সময় শীর্ষে

ছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু তিন রাউন্ডের ব্যবধানে চেনাই যাচ্ছে

না সেই দলটিকে। নিয়মিত কোচ সাইফুল বারী টিটুকে হারিয়ে ফুটবলাররাও যেন আরও খেই হারিয়ে ফেলেছেন। ৯০ মিনিটের ম্যাচে তাদের হারতে হয় ৪৫ মিনিটেই।

সাইফের বিপক্ষে তেমন উদ্দীপ্ত মনে হয়নি তাদের। ম্যাচের ২২ মিনিটে অবশ্য গোল পেতে পারত চট্টগ্রাম আবাহনী। বাঁ দিক থেকে জাহিদ হোসেনের বাঁকানো ফ্রিকিকে কেউ হেড করতে না পারায় গোল হয়নি। ম্যাচজুড়ে তাদের বলার মতো সুযোগ ছিল কেবল এটিই। নয় মিনিটের ব্যবধানে দু’গোল করে সাইফ স্পোর্টিংকে চালকের আসনে বসিয়ে দেন চার্লি শেরিংহ্যাম। ২৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে মোহাম্মদ ইব্রাহিমের ফ্রিকিকে ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের হেডে পরাস্ত হন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার আশরাফুল ইসলাম রানা (১-০)। মিনিট নয়েক পর ইব্রাহিমেরই ফ্রিকিক বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে যাওয়ার পর হেড করে বল জালে পৌঁছে দেন শেরিংহ্যাম (২-০)। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেরাজ হোসেনের তৈরি করে দেয়া সুযোগ ইব্রাহিম কাজে লাগালে চট্টগ্রাম আবাহনী আরও কোণঠাসা হয়ে পড়ে (৩-০)। দ্বিতীয়ার্ধে খেলার গতি কমে আসে। তবে বলের নিয়ন্ত্রণ পায়ে রেখে লীগে ১১তম জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম