
প্রিন্ট: ২০ এপ্রিল ২০২৫, ০২:১৬ এএম
ব্রাদার্সের পুনর্জন্মের নায়ক সেলিম হাসপাতালে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

এক সময়ে ঢাকার ফুটবল মাঠ কাঁপানো দুই বন্ধু (বাঁ থেকে) সহিদ উদ্দিন আহমেদ সেলিম ও হাসানুজ্জামান খান বাবলু সংগৃহীত
আরও পড়ুন
স্বাধীনতার পর ব্রাদার্স ইউনিয়নের পুনর্জন্মের মহানায়ক সহিদ উদ্দিন আহমেদ সেলিম। একসময় ঢাকার মাঠ কাঁপানো বাবলু-মহসিন-সেলিম ত্রয়ীর অন্যতম তিনি। জাতীয় ফুটবল দলের কোচও ছিলেন। সেই সেলিম আজ ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে। শনিবার আসগর আলী হাসপাতালে সাবেক এই তারকা ডিফেন্ডারের দাঁতের মাড়িতে অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন সেলিমের দীর্ঘদিনের বন্ধু, সাবেক তারকা ফুটবলার ও জাতীয় দলের সাবেক কোচ হাসানুজ্জামান খান বাবলু। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার বন্ধু সেলিম আজ হাসপাতালে। ফুটবলের জন্য জীবনে অনেক কিছু করেছে। আজ (গতকাল) তার অস্ত্রোপচার হচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন।’ তিনি যোগ করেন, ‘এক সপ্তাহের মধ্যে পরীক্ষা ও ক্যানসারের প্রথম স্টেজ ধরা পড়ল। এরপরই তাকে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন হাসপাতালে তার পাশে বড় ছেলে ও স্ত্রী রয়েছে।’
১৯৭২ সালে মাত্র ২০ বছর বয়সে গফুর বেলুচ এবং ওয়াসিমদের মতো প্রতিভাবান ফুটবলারদের নিয়ে খেলোয়াড়, অধিনায়ক ও সংগঠক হিসাবে ব্রাদার্স ইউনিয়ন পুনর্গঠনের কাজ শুরু করেন সেলিম। ওই সময় আবাহনী ও মোহামেডানের পাশাপাশি ব্রাদার্সকে তৃতীয় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেন। ১৯৭৫ সালে কুয়ালালামপুরে মারদেকা কাপে এবং পরের বছর থাইল্যান্ডের কিংস কাপে খেলেন জাতীয় দলের হয়ে। ১৯৭৭ সালে ইরানে অনুষ্ঠিত এশিয়া যুব ফুটবলে দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুবছর পর ঢাকায় অনুষ্ঠিত এশিয়া ফুটবল কোয়ালিফাইং রাউন্ডের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করা দলের সদস্য তিনি। ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অধিনায়কের দায়িত্ব পালন করেন সেলিম।
কোচিং ক্যারিয়ারও বর্ণিল ছিল সেলিমের। এএফসি ও ফিফার কোচিং ক্যাম্পে অংশ নেন। ১৯৯০ সালে ভারতের বেঙ্গালুরুতে ফিফার তত্ত্বাবধানে কোচিং লাইসেন্সও পান সেলিম। ১৯৯১ সালে শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত সাফ গেমসে জাতীয় ফুটবল দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করেন। ওই গেমসে স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ১৯৯৪ সাল পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নের কোচের দায়িত্বে ছিলেন। ১৯৯১ সালে ব্রাদার্স ইউনিয়নকে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন করান সেলিম। ১৯৯৪-২০০৯ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নের সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে অদ্যাবধি গোপীবাগের ক্লাবটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন সেলিম।
বাবলু বলেন, ‘জীবনে সব সময় ফুটবল এবং ব্রাদার্স ইউনিয়নের উন্নতির জন্যই কাজ করেছে সেলিম। স্বাধীনতার পর রামকৃষ্ণ মিশনে নিজ বাড়িতে ব্রাদার্সকে ক্যাম্প সুবিধা দিলেও একটি পয়সাও নেয়নি সে। আজ হাসপাতালে ক্যানসারের জন্য অস্ত্রোপচার হচ্ছে প্রাণের বন্ধুর। তাই মনটা খুব খারাপ।’