Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়নশিপ লিগ টিএন্ডটিকে ছাড়াই

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হয়েছে রোববার। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব ১-০ গোলে নোফেল স্পোর্টিংকে হারায়। ৫৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফুয়াদ আমিন।

চ্যাম্পিয়শিপ লিগে এবার ১২টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়নশিপ লিগে এবার অংশ নেয়নি টিএন্ডটি ক্লাব। দেশের এক সময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এবারের চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। আর পয়েন্ট টেবিলের তালানির দুই দল সিনিয়র ডিভিশনে নেমে যাবে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি বলেন, ‘আমরা প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নশিপ লিগকেও সমান গুরুত্ব দিচ্ছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম