Logo
Logo
×

খেলা

বঙ্গবন্ধু প্রিমিয়ার ভলিবল লিগ

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

১০ দলকে দুই গ্রুপে বিভক্ত করে বুধবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে লিগে অংশ নেবে তিতাস ক্লাব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ এসি, ওয়ারী ক্লাব, বাংলাদেশ জেল, আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা সবুজ এবং বাংলাদেশ আনসার। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা উপস্থিত ছিলেন।

সাউথ পয়েন্টে ডিউবল

বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলে ডিউবল ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার অনুশীলন শেষে স্কুলকে দুটি গোলবার দেয়া হয়। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হামিদা আলী, ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা বেগম এবং ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম সহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম