Logo
Logo
×

খেলা

নতুন বছরের শুরুতে মেয়েদের ফুটবল লিগ

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছয় বছর পর পাঁচ দলকে নিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে মেয়েদের ফুটবল লিগ। ১১-২৬ জানুয়ারি লিগের দলবদল। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এবারের আসরে অংশ নেবে বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, এফসি উত্তরবঙ্গ এবং বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। সব ম্যাচ হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। এছাড়া প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে মেয়েদের ফুটবল লিগ শুরুর বিষয়ে বাফুফের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সভা শেষে জানানো হয়। সবশেষ মেয়েদের ফুটবল লিগ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ ও ২০১৩ সালে। এরপর কেটে গেছে ছয় বছর। এবার বসবে তৃতীয় আসর। জানা গেছে, আসন্ন লিগের জন্য প্রায় তিনশ’ প্রমীলা ফুটবলারের তালিকা তুলে দেয়া হয়েছে ক্লাবগুলোর হাতে। ১১ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধনের জন্য খোলা থাকবে বাফুফে মহিলা কমিটির নিবন্ধন ডেস্ক।

শেখ রাসেল স্কুল ব্যাডমিন্টন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ব্যবস্থাপনায় এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম