Logo
Logo
×

খেলা

মেয়েদের কলেজ রাগবি

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেয়েদের কলেজ রাগবি প্রতিযোগিতায় ১০টি কলেজ দল (অনূর্ধ্ব-২০) অংশ নিচ্ছে। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উদ্বোধনী দিন জয় পেয়েছে কমার্স কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ। দিনের প্রথম খেলায় কমার্স কলেজ ১৫-০ পয়েন্টে হারায় ক্যাব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে। সেন্ট্রাল উইমেন্স কলেজ ১০-০ পয়েন্টের ব্যবধানে হারায় ইম্পিরিয়াল কলেজকে। সরকারি কবি নজরুল কলেজ ৫-০ পয়েন্টের ব্যবধানে হারায় কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজকে। গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৫-০ পয়েন্টে হারায় কমার্স কলেজকে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ১০-০ পয়েন্টে হারায় ইম্পিরিয়াল কলেজকে। কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ ৫-০০ পয়েন্টে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজকে হারায়। বুধবার সেমিফাইনাল ও ফাইনাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম